কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতা ইউনিয়নে শুরু হয়েছে সরকার অনুমোদিত টিসিবি’র পণ্য বিক্রি। বুধবার সকাল ৯ টায় কেরালকাতা ইউনিয়নের সিংগা হাইস্কুল ময়দানে এই পণ্য বিক্রির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার। এখানে সোয়াবিন তেল লিটার প্রতি ৮০ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৫০ টাকা, ছোলা কেজি ৬০ টাকা, চিনি কেজি প্রতি ৫০ টাকা ও খেজুর কেজি প্রতি ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
করোনার প্রভাবে বাজারে দ্রব্য সামগ্রীর স্বল্পতা ও উচমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষ সকাল থেকেই সমবেত হয়েছেন টিসিবি’র সাশ্রয়ী মূল্যের এই পণ্যসামগ্রী কিনতে। তবে যেটা ভালো দিক, সেটা হলো- লোকজনের সংখ্যা বেশি হলেও সকলেই নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনছেন।
টিসিবি’র এই পণ্য বিক্রয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও গয়ড়া সীমান্ত প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, নিউজ অফ কলারোয়া’র সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক জুলফিকার আলী, ফারুক হোসেন প্রমুখ।