
কলারোয়া ব্যুরো: কলারোয়ার কৃতি সন্তান সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ ফুটবল দলের খেলোয়াড় মাছুরা পারভীনকে জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ-২২’ বাংলাদেশ মহিলা ফুটবল দলের গৌরবময় অর্জনে সদস্য কলারোয়ার গর্ব মাছুরা পারভীন ও তার পরিবারের সদস্যদের ওই সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি কলারোয়ার কৃতি সন্তান মাছুরা পারভীনকে আলাইপুরে তার জন্মভিটা সংলগ্ন এলাকায় বসতঘর নির্মাণ করার জন্য জমি ব্যবস্থা ও ঘর নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষন সংবর্ধিত কৃতি খেলোয়াড় মাছুরা পারভীন চ্যাম্পিয়ন দলের উল্লেখযোগ্য মুহূর্তের স্মৃতিচারণ করে বলেন, জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য হতে পেরে নিজেই গর্ব অনুভব করছি।
তিনি আরো বলেন, আমাদের দলের এই অর্জনকে দেশবাসিসহ কলারোয়াবাসিকে উৎসর্গ করে খেলাধুলার চর্চা ও মানোন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। তিনি সকল ক্রীড়া সংগঠক, সংগঠন ও ক্রীড়াপ্রেমী মানুষের ভালবাসায় সিক্ত হয়ে আগামীতে দেশের জন্য যাতে আরো সম্মান অর্জন করতে পারে তার জন্য প্রিয় কলারোয়াবাসির কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ক্রীড়া সংস্থার সভাপতি রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।
ক্রীড়া সংগঠক ও ধারাভাষ্যকার মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও প্রভাষক রফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যাপক এমএ কালাম, স, ম মোরশেদ আলী, মাহাবুবুর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, বিশাখা তপন সাহা, সাঈদ আলী গাজী, শেখ সোহেল রানা, উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, পৌর কাউন্সির, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও সুধিবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত খেলোয়াড় মাছুরা পারভীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক, ৫০হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড ও তার পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া, হেলাতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাছুরা পারভীনকে ১০হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।