কামরুল হাসান: কলারোয়া পৌর শহরে সোমবার থেকে সকল দোকানপাট সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হয়েছে বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণের শর্তে সীমিত সময়ের জন্য দোকানপাট খোলা রাখা যাবে বলে জানা গেছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে করণীয় নির্ধারণে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়িক প্রতিনিধিদের মতবিনিময় সভাশেষে রোববার বিকেলে বাজার ব্যবসায়ী সমিতির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সিদ্ধান্তের মধ্যে রয়েছে: সোমবার থেকে পৌর শহরে ভিড় নিয়ন্ত্রণে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে স্বেচ্ছাসেবক নিয়োগ। পৌর শহরের প্রত্যেক দোকানী ও কর্মচারী অবশ্যই মাস্ক-গ্লাভস পরবেন। প্রত্যেক দোকানের সামনে দূরত্ব রেখা এঁকে দিতে হবে। দোকানের সামনে থাকবে হ্যান্ড স্যানিটাইজার। ক্রেতারা মাস্ক ও ছাতা ব্যবহার করবেন। মাস্কবিহীন কোনো ক্রেতার কাছে মালামাল বিক্রি করা যাবে না। দোকানে মূল্য তালিকাসহ একদামে পণ্য বিক্রি করতে হবে। দোকানের সামনে টেবিল বা কোনো মালামাল রাখা যাবে না। রাস্তায় কোনো দোকান বসানো যাবে না। রাস্তায় বসা কলা ও ফলের দোকানগুলো কাঁচাবাজারে স্থানান্তর করতে হবে। এই সকল সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার থেকে বাজারে কাজ শুরু করে দিয়েছে বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ। কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক আলিমুর রহমানের নেতৃত্বে পরিচালিত কমিটি সরকারি সকল নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে।