
কামরুল হাসান,কলারোয়া: কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শিক্ষক নেতা প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দুর মাতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। মরহুমা ফজিলাতুন্নেছার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আ: রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক আব্দুল আলীম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক সামছুল হক, প্রধান শিক্ষক ওয়াস ছিদ্দিকী বাবর, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, শিক্ষক নেতা ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা আব্দুর রকিব, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, বদরুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, জিয়ারুল হক, শওকত হোসেন, শহিদুল ইসলাম, হুমাযুন আহম্মেদ মিঠু, শিক্ষক নেতা ও সাংবাদিক সামছুর রহমান লাল্টু, আলমগীর আজাদ, আসাদুজ্জামান , হুমায়ন কবির, শাহানাজ পারভীনসহ উভয় সংগঠনের শিক্ষক-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, গত শনিবার ভোর রাতে কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দুর মাতা ফজিলাতুন্নেছা(৭৫) ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)।