কলারোয়া ব্যুরো: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয় উদ্বোধনকালে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রগতি জন্য আপনাদের মূল্যবান ভোট নৌকায় প্রদানের আহ্বান জানাচ্ছি। আপনাদের সন্তান হিসেবে আমাকে সেবা করার সুযোগ দিন। তিনি ঐক্যবদ্ধভাবে নৌকা বিজয়ের লক্ষ্যে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানান। চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাহিদ হাসান, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, আবু সিদ্দিক, আব্দুর রউফ, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাবেক ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ প্রমুখ। পরে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেনের সাথে মতবিনিময় করেন ফিরোজ আহম্মেদ স্বপন। এছাড়া নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বৃহস্পতিবার রাতে সুলতানপুর ও বয়ারডাঙ্গা বাজারে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।
কলারোয়ার গয়ড়া বাজারে স্বপনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট