
সাতনদী ডেস্ক: কলারোয়ার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আসন্ন দ্বাদাশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে শাকদহ বাজারে ওই কর্মী সভার আয়োজন করা হয়। উপজেলা আ.লীগের সহ, সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ইউপি সদস্য ফরিদউজ্জামান খানের পরিচালনায় কর্মী সভায় অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী গাজী, কলারোয়া পৌর সভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, ইউপি সদস্য আহম্মাদ আলী, আমানুর রহমান, ইব্রাহিম খান প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।