কলারোয়া ব্যুরো: কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। রোববার বিকেল ৩ টায় বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধান শিক্ষক হাসান আবু তাহের। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক আতাউর রহমান, ইউপি সদস্য নাজিম উদ্দিন মন্টু, সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব, আব্দুল ওহাব, রবিউল ইসলাম। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল পরীক্ষা ও মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়। প্রত্যেক শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেইসাথে কৃতী শিক্ষার্থীদের মায়েদেরকেও পুরস্কৃত করা হয়। এপুরস্কার নিজ অর্থায়নে প্রদান করেন কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান। এছাড়া সাংবাদিক আতাউর রহমান তনয়া সামিরা আফরোজ এশী বিদ্যালয়ের সেরা মেধাবীদের মধ্যে প্রথম স্থান লাভ করে তৃতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিতে উন্নীত হয়েছে।
কলারোয়ার কাদপুর বিদ্যালয়ে মা সমাবেশ ও বার্ষিক ফলাফল প্রকাশ
পূর্ববর্তী পোস্ট