
কলারোয়া ব্যুরো: কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বহুল পরিচিত তিনটি মিষ্টান্ন প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। রোববার দুপুর ২ টার দিকে উপজেলা পরিষদ তোরণ সংলগ্ন দুলালের মিষ্টি, রাজ হোটেল ও জয়ন্ত মিষ্টান্ন ভান্ডারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। রাজ হোটেলে নিম্নমানের মিষ্টিসহ মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় ও মিনারেল ওয়াটারের বোতল পাওয়া যায়। বিএসটিআই এর অনুমোদনপ্রাপ্ত কলারোয়ার প্রসিদ্ধ মিষ্টান্ন প্রতিষ্ঠান দুলালের মিষ্টি ঘরে অপরিচ্ছন্ন পরিবেশ প্রত্যক্ষ করেন ভ্রাম্যমাণ আদালত। অনুরূপ নিম্নমানের মিষ্টি ও অপরিচ্ছন্ন পরিবেশ মেলে জয়ন্ত মিষ্টান্ন ভান্ডারে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজ হোটেল ও দুলালের মিষ্টি-এই দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে এবং জয়ন্ত মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা মিলিয়ে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী বেনজির হোসেন সাংবাদিকদের জানান।