নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া থেকে পাঁচপোতা অভিমুখে নবনির্মিত কার্পেটিং রাস্তার ধারের পুকুরের পাড়ে নির্মিত প্যালাসাইডিং নির্মাণে নামমাত্র সিমেন্ট বালু সামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় জনসাধারণ নির্মিতব্য তিনটি প্যালাসাইডিং ভেঙ্গে দিয়েছে। এই ঘটনায় স্থনীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ কাজ বন্ধের আদেশ দিয়েছেন। কেডিআরআই ডিবি প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ৭৫ লক্ষ্য টাকা ব্যয়ে দেড় কিলোমিটার কার্পেটিং রাস্তা ও প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে তিনটি প্যালাসাইডিং কাজ বাস্তবায়ন করছে। সরেজমিনে দেখা যায়, স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ একদিন আগে প্যালাসাইডিং গাথুনির ইট হাত দিয়ে খুলে ফেলছে। দুই ইটের মধ্যেবর্তী স্থানে ৩ মিলি পরিমাণ শুধুমাত্র বালি দেওয়া হয়েছে। একদিন আগে দুই ইটের মধ্যে দেওয়া সিমেণ্ট বালি সামান্য চাপে গুড়া হয়ে যাচ্ছে। এছাড়া সিমেণ্টের পরিমাণ কম দিয়ে নি¤œমানের ইট ব্যবহার করে প্যালাসাইডং নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা ইঞ্জিনিয়ার সুদীপ্ত কর অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, প্রভাবশালী ঠিকাদার তাদের নির্দেশ অমান্য করায় নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু বলেন, বিষয়টি খুব দু:খজনক। এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ প্রদান করা হয়েছে।
কলারোয়ায় সিমেন্ট ছাড়াই রাস্তার প্যালাসাইডিং নির্মাণের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট