কলারোয়া ব্যুরো: কলারোয়ায় হাজী নাছির উদ্দীন কলেজ অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ও শিক্ষকমন্ডলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সর্বস্তরের শিক্ষক সমাজের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় কলারোয়া যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাইলট হাইস্কুল মার্কেটের সামনে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে যখন কর্মসূচি পালনে শিক্ষকবৃন্দ ব্যস্ত ছিলেন ঠিক তখনই হাজী নাছির উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান, সহকারী অধ্যাপক হারুন অর রশিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। শিক্ষকমন্ডলী এই ঘটনার হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি জানান। কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান। এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অধ্যক্ষ শফিউর রহমান, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আমজাদ হোসেন, প্রভাষক আরশাদ আলী, প্রভাষক মাহফুজুর রহমান, প্রভাষক অমল বিশ্বাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।
কলারোয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট