
রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: কলারোয়া উপজেলার পৌর সদরের ৮নং মুরারিকাঠি গ্রামের আনারুল ইসলামের ছেলে আপন, গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার (৮ আগষ্ট)সকালে মায়ের সাথে অভিমান করে একটা গ্যাস ট্যাবলেট খায় আপন। পরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ৭টার সময় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আপন পেশায় একজন ভ্যান চালক ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।