কলারোয়া ব্যুরো: কলারোয়ায় ধান ঝাড়তে গিয়ে বৈদ্যুতিক তারের স্পর্শে থাকা গেটে হাত দিয়ে চারুবালা (৭০)নামে এক নারীর মৃত্যুর খবর জানা গেছে। চারুবালা কলারোয়া উপজেলার যুগিখালীর তরুলিয়া এলাকার মৃত সন্তোষ বিশ্বাস এর স্ত্রী। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘরের লোহার দরজা খোলার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে নিহত চারুবালার পোতাছেলে রামপ্রসাদ বিশ্বাস জানান, মৃত চারুবালা তার বাড়ির বারান্দায় থাকা লোহার দরজা খুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে মারাত্মক আহত হন। পরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারুবালাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়ূন রশীদ তুষার জানান, মৃত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মৃত্যুর এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু
পূর্ববর্তী পোস্ট