
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘ’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন, নৃত্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেল সাড়ে ৩টায় কলারোয়া কেন্দ্রীয় শহিদ মিনার ও মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ এর পাদদেশে চিত্রাংকন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী। প্রতিযোগিতা শেষে শিশুদের নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশনায় শহীদ মিনার চত্বর মুখরিত হয়ে ওঠে। পরে আলোচনা সভায় প্রিময়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফোয়াদ অভির সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সংঘের উপদেষ্টা এড. শেখ কামাল রেজা, সংঘের উপদেষ্টা প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, দুপ্রক সাধারণ সম্পাদক মুজিবর রহমান, উপদেষ্ঠা এনায়েত খান টুনটু। সংঘের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফারুক হোসেন রাজ, আজমল হোসেন বাবু, আবুল বাসার, তৌহিদুর রহমান, সাকিব, প্রান্ত, সজিব, রোকন, অন্তু, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সবশেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অপর চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের সহ শিশু নৃত্য ও কন্ঠ শিল্পীদের পুরষ্কৃত করা হয়। বক্তারা, মহান বিজয় দিবসে নতুন প্রজন্মের শিশুদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে অর্জিত বিজয়কে রক্ষা করার দীপ্ত শপথ নেওয়ার আহবান জানান।