কলারোয়া উপজেলা প্রতিবেদক: কলারোয়া উপজেলায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের বিজয় ডে ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলার ৬ টি গ্রুপে ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সোমবার সকাল ১০ টায় কলারোয়া উপজেলা হাই স্কুল বলফিল্ড মাঠে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের বিজয় ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় ডে ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, মডেল স্কুল শিক্ষক রুহুল আমিন, শিক্ষক ক্রিয়া অনুরাগী শেখ শাজাহান আলী শাহীন, শিক্ষক মামুন, প্রমুখ।
শিক্ষার্থীরা সারাদিন ক্যাম্পিংয়ে মাধ্যমে নির্দেশ শারীরিক চর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান ডিসপ্লে প্রদর্শনী সহ নানা রকম অনুষ্ঠান আয়োজন করা হয়।