
কলারোয়া ব্যুরো:
কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপহার হিসাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনে পারদর্শি করে গড়ে তুলতে শিক্ষা উপকরণ ল্যাপটপ সহায়ক ভূমিকা রাখবে এই প্রত্যয়ে শুভদিনে উপজেলার ৯০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের বরাদ্দকৃত ল্যাপটপ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা শেষে প্রধান শিক্ষকদের মাঝে ওই ল্যাপটপ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস, সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতানা নীলা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান সহ অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান পর্যায়ক্রমে উপজেলার ৯০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে সময়োপযোগী শিক্ষা উপকরণ ওয়ালটন ব্রান্ডের ল্যাপটপ তুলে দেন।