
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় পরিবেশ অধিদপ্তরের এনফেসমেন্ট টিম অভিযান চালিয়েছে। সোমবার (২৮নভেম্বর) বিকেলে যশোর-সাতক্ষীরা মহা সড়কে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে পরিবেশ দূষণ ও শব্দ দুষণকারী বাস-ট্রাক থেকে হর্ণ খলে নেয়া হয়। এসময় তাদের পরিবেশ আইনে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ১২টি মামলা দেয়া হয়েছে। এর মধ্যে ৮হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ১০টি হর্ণ জব্দ করা হয়। মামলায় ৬টি মোটরসাইকেল, ৪টি ট্রাক ও ১টি যাত্রীবাহি বাস রয়েছে। অভিযানচলাকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন- শব্দ দূষণ মানুষকে বধির করে দেয়। মাইক ও সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চ শব্দ তৈরী করা থেকে সকলকে বিরত থাকতে এ অভিযান চালানো ও প্রচার করা হচ্ছে।