কলারোয়া ব্যুরো: কলারোয়ায় সাব-রেজিস্ট্রার সনদপত্র দলিল লেখকদের দিনব্যাপী ২০২৩-২৪ অর্থবছর অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর)সকাল সাড়ে ১১টার দিকে সাব রেজিস্ট্রারের নিজস্ব কার্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে কর্মরত ৪৫ জন সনদ প্রাপ্ত দলিল লেখকগণের শুদ্ধাচার, নৈতিকতা, কাজের দক্ষতা বৃদ্ধি,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব ও কোর্স পরিচালনার দায়িত্ব পালন করেন কলারোয়া সাব-রেজিস্ট্রার মো. ইমরুল হাসান। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন তালা ইসলামকাটি সাব-রেজিস্ট্রার মইনুল হক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অফিস সহকারী শেখ আব্দুল জব্বার। আলোচনা সভার শুরুতেই সর্বপ্রথম পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু করা হয়।এসময় অফিসের সমস্ত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
কলারোয়ায় দলিল লেখকদের দিনব্যাপী কর্মশালা
পূর্ববর্তী পোস্ট