
বিশেষ প্রতিবেদক, কলারোয়া: ২১ ডিসেম্বর (বুধবার) কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে গয়ড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেছে মৃত আব্দুর রাজ্জাকের বড় ছেলে মজিবুর রহমান। তিনি বলেন, আমার ভাইয়েরা আমার জমি জোর পূর্বক দখল করে নিচ্ছে। এই জমি আমি ৩৮ বছর আগে আমার ভাই হবিবর, মুতলেব, সিদ্দিক এর কাছ থেকে ১০ শতক জমি কিনে নেই। এই জমির ৯০ এর রেকর্ড ও আমার নামে। আমি এই জমির খাজনা দেই। হঠাৎ করে কিছু দিন আগে আমার ভাইয়েরা আমার এই জমির অংশিদারিত্ব দাবি করছে। এই জমি নিয়ে ইউনিয়ন পরিষদের শালিশ ও বসেছে কিন্তু সমাধান হয়নি বরং শালিশে মারামারি হয়। পরে কেস আদালতে গড়ায়। এখনো কোন সমাধান হয়নি। আজ সকালে আমরা বাড়িতে না থাকায় আমার ভাইয়েরা জোরপূর্বক আমার ঘর সহ জমি দখল করে নেট/জাল দিয়ে ঘিরে নেই। এবিষয়ে অভিযুক্ত হবিবুর, সিদ্দিক আবু মুতালেবের উপস্থিতে,আবু মুতালেবের ছেলে জাহিদুল ইসলাম বলেন আমাদের জমি আমরা দখল করেছি। এই জমি নিয়ে অনেক বার শালিশ মিমাংসা করার চেষ্টা করছি। এমনকি ইউনিয়ন থেকেও তাদের কে অনেক বার নোটিশ দিলেও তিনি হাজির হয়নি। গতকাল তাদের নিয়ে চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রামের লোকজন শালিশে বসে।সেখানেও তারা হাজির হয়নি। এখন আমরা আমিন দিয়ে জমি মেপে আমাদের জমি দখলে নিয়েছি। যদি তারা জমির কাগজপত্র দেখাতে পারে তাহলে আমার তাদেরকে জমি দিয়ে দেব।
এ বিষয়ে হাসানুজ্জামানের স্ত্রী হালিমা বলেন, আমাদের কে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমাদের জমি দখল করে নিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এর বিচার চাই।