
কলারোয়া ব্যুরো :
কলারোয়ায় এস.এস.সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫১৭জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রিমিয়ার ছাত্রসংঘের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কলারোয়া প্রিমিয়ার ছাত্রসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিডনি আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম আলতাফ হোসেন লাল্টু।
আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় কলারোয়া হাইস্কুল ময়দানে অনুষ্ঠেয় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংগঠনের প্রতিটি ইউনিটকে যথাযথ দায়িত্ব পালন করার বিষয়ে প্রস্তুতিমূলক এ সভায় গুরুত্বারোপ করা হয়। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্রসংঘের সভাপতি আফজাল হোসেন ফুয়াদ অভির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সমাজসেবক এনায়েত খান টুনটু, ইউপি সদস্য ফরিদুজ্জামান খান ফরিদ ও সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম সিরাজ।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। আরও বক্তব্য দেন প্রিমিয়ার ছাত্রসংঘের তামিম ইকবাল আজাদ মেরিন, ইমাম হোসেন, শামিম হুসাইন, রোকোনুজ্জামান, আবুল বাশার, নাহিদ, সুজন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে রোকোনুজ্জামান ও পঙ্কজ কুমার ঘোষ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিমিয়ার ছাত্রসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান।