
ভোমরা প্রতিনিধি:
করোনা ঝুঁকি মাথায় নিয়েই ভোমরা বন্দরের কতিপয় ব্যবসায়ী নেতা আমদানী-রপ্তানী চালু করতে চাচ্ছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মথ্যে উদ্ব্যেগ ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভোমরা বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসক এক বৈঠক করেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, স্থলবন্দর বেনাপোল, হিলি, সোনামসজিদ ও ভোমরাতে বন্ধ আছে আমদানী-রপ্তানী। কিন্তু ভোমরা বন্দরের মুনাফা লোভী কিছু ব্যবসায়ী ভোমরা স্থল বন্দর দিয়ে আমদানী-রপ্তানী চালু করতে চাচ্ছে। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যসোসিয়েশন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জেলা প্রশাসক বরাবর ভোমরা স্থল বন্দর চালু করার জন্য আবেদন করেছেন। এরই সুত্র ধরে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল আজ রাত ৮ টায় ভোমরা স্থল বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তার বাসভবনে ডেকেছেন।
এ দিকে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন, করোনার ঝুঁকি মাথায় নিয়ে একটি মহল বন্দর চালু করতে চাচ্ছে, যা হবে আত্মঘাতী। বন্দর চালু করলে হাজার হাজার লেবার কাজে ফিরবে। ফলে করোনা ঝুঁকি বেড়ে যাবে।
এ বিষয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সাতনদীকে জানান, এ ব্যাপারে কোন সিধান্ত নেওয়া হয়নি। আর ওপারে যে ৬৫ জন সাতক্ষীরার অধিবাসি আছে তারা যদি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে রাজি হন তাহলে তাদের আনার ব্যবস্থা করা হবে।