
নিজস্ব প্রতিবেদক: করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তারা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরা গ্রামের ইউনুস আলীর ছেলে ইমান আলী (৫২) ও কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের মোস্তাফিজ সরদারের ছেলে দাউদ আলী (৫০)।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার (২২ জুন) তালা উপজেলার কুমিরা গ্রামের ইমান আলী ও গত বৃহস্পতিবার (১৮ জুন) কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের রুস্তম আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মারা যান ইমান আলী। এর আগে রাত ১০ টার দিকে মারা যান দাউদ আলী। ডাঃ রফিকুল ইসলাম আরো জানান, যেদিন তারা ভর্তি হয়েছিলেন ওই দিনই তাদের দু জনেরই নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। এখনও তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।
এদিকে, এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ১০৬জনের করোনা শনাক্ত হয়েছে।