
প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের মধ্যেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। এসময় ৪ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছে। খবর এএফপির।
চীনা সরকারের ভূমিকম্প বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।
ইউনানের প্রাদেশিক সরকার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় প্রদেশের কিয়াওজিয়া কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
ভূমিকম্পটি ঝাওটোং শহরের কাছে আঘাত হেনেছে। ওই শহরে ৬০ লাখ মানুষের বসবাস। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি মঙ্গলবার জানিয়েছে, ১৬টি শহরতলীতে দমকলবাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।