
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে করোনার ৩য় ওয়েভ মোকাবিলায় প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপির নির্দেশনায় চালু হয়েছে হোম ডেলিভারী সার্ভিস। শীতের মৌসুমে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের আগাম প্রস্তুতি হিসাবে এই কার্যক্রম নিয়েছে।
বাই এন্ড সেল ইন বাংলাদেশ (বাসিব) ও কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের বাস্তবায়নে ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ডেলিভারী সার্ভিস চালু করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে হোম ডেলিভারী সার্ভিস এর শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা করোনা এক্সপার্ট টিমের প্রধান প্রধান নির্বাহী ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের এডমিন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়া এই হোম ডেলিভারী সার্ভিস সামগ্রীক বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাসিব এর প্রতিনিধিগণ ও কালিগঞ্জ উপজেলা করোনা এক্সপার্ট টিমের সদস্যবৃন্দ