মাসুদুর রহমান মাসুদ: আশাশুনি উপজেলার সীমান্তবর্তী দ’টি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। করোনা ভঅইরােসের সংক্রমন এড়াতে সাতক্ষীরা জেলার সীমান্ত পথসমুহ দিয়ে বাইরের জেলা থেকে আগত কেউ যাতে সাতক্ষীরায় ঢকুতে না পারে এবং সাতক্ষীরা জেলা থেকেও কেউ যাতে বাইরে যেতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। সে মোতাবেক বুধবার সকাল থেকে চেকপোস্ট দু’টিতে কড়া পাহারা শুরু করা হয়েছে।
আশাশুনির দরগাহপুর-পাইকগাছা সীমান্ত সংলগ্ন“বাঁকা ব্রীজ” এর উপর এবং বড়দল-পাইকগাছা সীমান্ত সংলগ্ন “বড়দল ব্রীজ” এর উপর চেকপোস্ট দু’টি স্থাপন করা হয়েছে। চেকপোস্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
চেকপোস্ট দু’টিতে স্থানীয় গ্রাম পুলিশ, সিপিপি সদস্য ২৪ ঘন্টা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। এবং পুলিশ টিম নিয়মিত টহল দিবেন। এখন থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ জেলায় সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরিজীবিসহ সর্ব সাধারণ কেউ আগমন/প্রস্থান করতে পারবে না। উপজেলার খরিয়াটি, মহিষাডাঙ্গা সহ আরও কয়েকটি সীমান্তে চেকপোস্ট স্থাপন করা প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, ডিসি স্যারের নির্দেশনা মত কার্যক্রম শুরু করা হয়েছে। আমরাও চেকপোস্ট গুলোতে নজরদারি রাখবো।