
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধে সকলকে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিভাগ ঘোষিত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি। তিনি বলেন, সকলে নিয়ম মেনে চললে দেবহাটাতে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। যারা পাশ্ববর্তী দেশ ভারত সহ অন্যান্য দেশ থেকে সম্প্রতি বাংলাদেশে এসেছেন, তারা প্রত্যেকে কমপক্ষে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন। শারিরীক সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি বা ডাক্তারদের পরামর্শ নিবেন। সকলে মাস্ক ব্যবহার করবেন, বারবার সাবান দিয়ে হাত ও মুখ পরিষ্কার করবেন এবং জনসমাগম এড়িয়ে চলবেন। এতে করে নিজে সুস্থ থাকাসহ দেবহাটা উপজেলাবাসী করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পাবেন।