অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম জসিম উদ্দিন (৪০)। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন। তার সঙ্গে আরও একজন সদস্য সংক্রমিত হলেও তার অবস্থা ভালো।
আরও পড়ুন
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মল্লিক জানান, গত ২৪ এপ্রিল কনস্টেবল জসিম অসুস্থ হয়। ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন তিনি। গত ২৫ এপ্রিল আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। মঙ্গলবার অবস্থা খারাপ হওয়ায় রাতেই তাকে ঢামেকের আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানেই মধ্যরাতে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর পর করোনার রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে জসিমের করোনা পজিটিভ ধরা পড়েছে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘সাধারণ ফ্লুয়ের উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবল জসিম সেলফ কোয়ারেন্টিনে ছিলেন। পরে পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে। জসিমকে সুস্থ করে তুলতে সব চেষ্টা করা হয়েছে। তবে তাকে বাঁচানো গেলো না। পুলিশের খুব শান্তশিষ্ট সদস্য ছিলেন জসিম।
পুলিশের ওয়ারী বিভাগের এক কর্মকর্তা জানান, এক বা দুইদিন আগে পুলিশ সদস্য জসিমের নমুনা সংগ্রহ করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত রাত ১০টার দিকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বুধবার পরীক্ষার ফল আসলে জানা যায় যে জসিম করোনা পজিটিভ ছিলেন। অসুস্থ হলে প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থা খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে তিনিই প্রথম মারা গেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা।
ঢাকা মহানগর পুলিশে করোনায় সংক্রমিত সদস্যের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৮১। এর মধ্যে ১২ জন নারী সদস্য আছেন। এ রোগে আক্রান্ত সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশির ভাগের শরীরে করোনার কোনো লক্ষণই নেই। আক্রান্ত পুলিশ সদস্যরা মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগ ছাড়াও পরিবহন, প্রটেকশন, উন্নয়ন, গোয়েন্দা, স্পেশাল অ্যাকশন গ্রুপসহ ২২টি বিভাগে কর্মরত।
সারাদেশে এখন পর্যন্ত ৩৯২ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং ছয়শ’রও বেশি পুলিশ সদস্য কোয়ারেন্টিনে আছেন বলে জানা গেছে।
পূর্বপশ্চিমবিডি/