
নবকুমার দে, তালা প্রতিবেদক: সাতক্ষীরা জেলার, তালা উপজেলার, মাগুরা গ্রামের কপোতাক্ষ নদের তীরে অবস্থিত বুড়ো পীরের মাজার। দীর্ঘ দিন ধরে মাজারটি অবহেলিত ও অরক্ষিত অবস্থায় পড়ে আছে।
বুড়ো পীর একজন ইসলাম ধর্ম প্রচারক, সুফি সাধক ছিলেন। অত্র এলাকায় তিনি বুড়ো পীর ও পীর জয়ন্তী নামে পরিচিত। কপোতাক্ষের পূর্বতীরের অধিকাংশ স্থান তখন সাগর থেকে জেগে ওঠা জলাভূমি। কিন্তু মাগুরা ছিল বুড়ন দ্বীপের অংশ। তিনি এতদ লে ইসলাম ধর্ম প্রচারে বিশেষ ভূমিকা রাখেন এবং তার হাতে হাত রেখে অসংখ্য মানুষ ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় নেন। হিন্দুদের মধ্যে অনেকেই তার অসাম্প্রদায়িক ব্যবহার ও অলৌকিক শক্তিতে মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন। তাঁকে নিয়ে অনেক কিংবদন্তি তালা অ লে লোকজনের মুখে মুখে প্রচলিত আছে। এখনো তাঁর নামে মানত করলে অনেকের মনোবাসনা পূরন হয়। অনেক মসজিদ, মন্দির আছে বহু উন্নত, কিন্তু এই মাজারের দিকে যদি সরকার কিংবা সমাজের বিত্তবান ব্যক্তিরা একটু নজর দিতেন তবে মাজারের শ্রী বৃদ্ধি ঘটানো সম্ভব হতো বলে এলাকাবাসি মনে করেন।