
প্রেস বিজ্ঞপ্তি: তৃতীয় বারের মত পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরব গিয়েছেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক গ্রাঃ ডাক্তার মোঃ মাহবুবুর রহমান। মঙ্গলবার (২৯ আগস্ট’২৩) রাত ১০ টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন। বুধবার সকাল সাড়ে ৯ টায় এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন। এর আগে তিনি ২০১৭ ও ২০২২ সালে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করেন। মাহবুবুর রহমান দীর্ঘ ৩০ বছরের অধিক সময় ধরে সুনামের সাথে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি করোনা কালীন সময়ে গরিব অসহায় করোনা রোগিদের ফ্রি চিকিৎসা সেবা ও অক্সিজেন সেবা সহ নানা সেবামূলক কাজে সক্রিয় ছিলেন। পবিত্র ওমরাহ হজ্জ্ব পালন শেষে আগামী ১৩ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। সময় স্বল্পতার কারণে তিনি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অনেক শুভাকাঙ্খীর সাথে দেখা করতে পারেননি সে কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।