
প্রেস বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গত মঙ্গলবার সকালে এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ বিনেরপোতা সাতক্ষীরার উদ্যেগে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্রের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক এম সুশান্তের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন মো. মকসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিবি সদস্য ডা. সোহানা আক্তার। বক্তব্য রাখেন শিক্ষক আবু সাঈদ, পাল শুভাষিষ, অধ্যাপক আব্দুল মজিদ, বীরেন্দ্র নাথ সরকার, মনির আহম্মেদ খান, মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।