সাতনদী ডেস্ক: ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত ফলাফলে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজি মনিরুজ্জামান ও মোছাঃ মরিয়ম খাতুনের পুত্র কাজি মুতাস্মিম মৌন।
সে সকলের নিকট দোয়া প্রার্থী। কাজি মুতাস্মিম মৌনের কৃতিত্বে সাতনদী পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।