
পাইকগাছা প্রতিবেদক: অবশেষে প্রায় এক বছর পর পাইকগাছার কপিলমুনিতে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সের জায়গা নিয়ে বিরোধ নিষ্পত্তি হয়েছে। খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) কে সাথে নিয়ে বিরোধ নিষ্পত্তি করেন।
পাইকগাছা উপজেলার কপিলমুনি কপোতাক্ষ বাইপাস সড়কের পাশে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স নির্মানের জায়গা নির্ধারণ করেন প্রশাসন। ০৯ ডিসেম্বর ২০২০ সালে মাননীয় মন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় আ.ক.ম মোজাম্মেল হক ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় একটি পক্ষের মধ্যে প্রায় এক বছর ধরে এ জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ কারনে আজও পর্যন্ত কোন কার্যকারী পদক্ষেপ নিতে পারেনি কতৃপক্ষ। অবশেষে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর হস্তক্ষেপে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার হক বিরোধ নিস্পত্তির পদক্ষেপ দু-পক্ষকে এক জায়গায় বসিয়ে সমস্যার সমাধান করেন। রোববার ঠিকাদার কমপ্লেক্সের কাজ শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, উপ-পুলিশ পরিদর্শক এফএম মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়াদ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল বিশ্বাস ও পুজা কমিটির সভাপতি সমীরন সাধু। এমপি বাবু বলেন, অনেক চেষ্টা করে সকলকে বুঝিয়ে অবশেষে ভবনের কাজ শুরু করতে পেরেছি। রোববার ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করেছে।