
ফিরোজ হোসেন: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। শনিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় মুনজিতপুরস্থ সদর এমপির কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাংবাদিকদের সাথে করোনাকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। করোনাকালীন সময়ে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম, সহ-সভাপতি মেহেদী আলী সুজয়, সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম আককাজ, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য খন্দকার আনিসুর রহমান, মো.আব্দুর রহমান, সদস্য রাহাত রাজা, মো.শহিদুজ্জামান শিমুল, আজিজুল ইসলাম ইমরান।