
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি প্রতিরোধে গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে খেটে খাওয়া অসহায় গৃহবন্দী মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় হতদরিদ্র মানুষের হাতে এমপি রবির পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালি দাস রায়, দৈনিক কাফেলা পত্রিকার চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদুসহ দলীয় ও সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি রবির পক্ষ থেকে করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধে গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারকে ১০ কেজি চাউল, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ৫শ’ গ্রাম, লবণ ৫শ’ গ্রাম, পেয়াজ ৫শ’ গ্রাম, ২শ’৫০ গ্রাম রসুন ও সাবান তার ব্যক্তিগত উদ্যোগে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।