
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে জি.এম সৈকতের পরিচালনায় আজ শনিবার দুপুর ১২:৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে টেলিফিল্ম” মন যেখানে হৃদয় সেখানে”।কলকাতার জনপ্রিয় নাট্যকার প্রিয় চট্টপাধ্যায়ের রচনায় টেলিফিল্মটি প্রযোজনা করেছেন প্রকৃতি টেলিমিডিয়া।অভিনয় করেছেন ভারতের পরান বন্দোপাধ্যায়,তথাগত,
বাংলাদেশের অপ্সরা সুহি,নাদের চৌধুরী প্রমূখ।নির্মাতা জি.এম সৈকত জানান,টেলিফিল্মটি আশি ভাগ সুটিং বিমানে চিত্রায়িত হয়েছে।আমার নির্মানের মধ্যে একটি সেরা কাজ বলে মনি করি।আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে।