
নিজস্ব প্রতিবেদক: উপবৃত্তির অর্থ হ্যাকিং সম্পর্কিত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করার জন্য উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসারদেরকে নির্দেশনা দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মোহাম্মদ রুহুল আমীন।
শনিবার (৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলার সাতটি উপজেলার শিক্ষা অফিসারকে এ নির্দেশনা দেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের জানুয়ারি -জুন ২০২১ এর প্রাপ্য টাকা এবং কীটএলাউন্স বাবদ ১০০০ টাকা সকল শিক্ষার্থীর অভিভাবকদের মোবাইল একাউন্টে প্রেরণ করা হয়েছে। ‘নগদ’ একাউন্টের মাধ্যমে প্রেরিত এই অর্থ আত্মসাত করতে হ্যাকার চক্র সক্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে সারাদেশে একাধিক ঘটনা ঘটেছে এবং ১০ জন হ্যাকারকে গ্রেফতারও করা হয়েছে। সাতক্ষীরা জেলায় যেনো অনুরূপ অপরাধ সংঘটিত হতে না পারে এবং সরকার কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীদের অর্থ যাতে কেউ আত্মসাৎ করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনুরোধ জানান। এবং উপজেলা সমূহের সংশ্লিষ্ট শিক্ষা অফিসারকে হ্যাকিং সম্পর্কিত সচেতনতা মূলক কার্যক্রম বা যেকোন প্রয়োজনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধিসহ সাংবাদিকদের সহযোগিতা গ্রহণের জন্য নির্দেশনা দেন। উল্লেখ্য: জেলার ২লক্ষ ৬হাজার ৮৪০জন শিক্ষার্থীর মাঝে এবার (জানুয়ারী-জুন) ৩৩কোটি ১২লক্ষ ৪৫হাজার ৫০ টাকা বিতরণ করা হয়েছে।