নিজস্ব প্রতিবেদক: “উপকূলীয় অঞ্চলে জলবায়ূ পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয়” র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । খুলনা শহর এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মান প্রকল্প, জনপ্রশাসন মন্ত্রনালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। এ সময় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক ও ব্যবসায়ী ডাঃ আবুল কালাম বাবলাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে এ সময় উপকূলীয় অঞ্চলের জলবায়ূ পরিবর্তন জনিত প্রভাবে কি কি করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।