
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সকল আমদানি রপ্তানি কার্যক্রম ছয় দিন বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছে ব্যবসায়ীদের সংগঠণ। শনিবার বেলা ১২টার দিকে ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বন্দরের সহকারি কমিশনার বরাবর এ সংক্রান্ত একটি পত্র দেওয়া হয়েছে। তবে ছুটি ঈদের আগে হবে না ঈদের পরে হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ৩০ জুলাই থেকে ৪ আগষ্ট পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার। ৫ আগষ্ট থেকে যথারীতি সিএন্ডএফ কার্যক্রম চালু থাকবে।
ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা এনাম হেসেন জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা চাইছেন ঈদের আগে বুধবার ও বৃহস্পতিবার ছুটি। আর ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা চাইছেন ঈদের পর সোমবার ও মঙ্গলবার ছুটি হোক। উভয় দেশের ব্যবসায়ীদের দাবি ভিন্ন হওয়ায় এখনো ঈদ উপলক্ষ্যে বন্দর বন্ধ রাখার বিষয়টি চূড়ান্ত হয়নি। আগামীকাল বা তার পরদিন বন্দর বন্ধ রাখা বা ছুটির বিষয়টি চূড়ান্ত হবে।