
স্পোর্টস ডেস্ক:
ইরানের উর্মিয়া শহরে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হয়েছে দ্বিতীয় যুব বিশ্বকাপ কাবাডি। ১২ জাতির এই টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সি গ্রুপের প্রথম ম্যাচে লাল-সবুজ দল হারিয়েছে থাইল্যান্ডকে।
এদিন বাংলাদেশ জিতেছে ৬৯-৪৩ পয়েন্টে। জিতেই শেষ আটে ওঠা এক প্রকার নিশ্চিত হয়েছে। আগামীকাল বুধবার (১ মার্চ) গ্রুপে শেষ ম্যাচ খেলবে রোহান-জুয়েলরা। ‘সি’ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
গ্রুপিং
‘এ’ গ্রুপ: ইরান, চাইনিজ তাইপে, উগান্ডা।
‘বি’ গ্রুপ: কেনিয়া, ইরাক, ফিলিস্তিন।
‘সি’ গ্রুপ: বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত।
‘ডি’ গ্রুপ: পাকিস্তান, নেপাল, জর্জিয়া।