
নিজস্ব প্রতিবেদক, তালা: অবৈধভাবে অর্থের বিনিময়ে ভূমিহীনদের জমি দেওয়ার নামে প্রতারণার প্রতিবাদে ৫ ইউপি সদস্যদের ও স্থানীয় ভুমিহীন নেতাদের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বুধবার সকালে পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তা মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় সরুলিয়া ইউনিয়ন পরিষদের ৫ সদস্যসহ এলাকার শত শত ভুমিহীন নারী পুরুষ অবস্থান করে প্রতিবাদ জানাতে থাকে। স্থানীয় ভুমিহীন নেতা শহীদ সরদারের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক, সরুলিয়া ইউপি সদস্য নাজিমুদ্দিন সানা, জামসেদ আলী, মো. রোস্তম আলী, আবু নাসের, আছির উদ্দীন, ভুমিহীন নেতা হাবিবুর রহমান সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক মশিউল আলম সুমন প্রমুথ। মানবন্ধনে বক্তারা বলেন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই ক্ষমতায় আসার পরে এলাকা দরিদ্র মানুষকে মিথ্যা ভুমিহীন সনদ দিয়ে লক্ষ লক্ষটাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে অর্থের বিনিময়ে জমি দেওয়ার নামে অর্ধকোটি টাকা বাণিজ্য করে চলেছে। এছাড়া পরিষদে আসা সরকারী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ লুটপাট করে খাচ্ছে। এসব অবৈধ অর্থ দিয়ে পাটকেলঘাটা বাজারে বিলাশ বহুল বাড়ি নির্মাণসহ জমি জায়গা কিনেছেন। এসব কাজের প্রতিবাদ করতে গেলে পরিষদ থেকে তার ক্যাডার দিয়ে সদস্যদের উপর হামলা করা হয়। বক্তারা আরো বলেন, তার এই অপকর্মের বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশানারসহ দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিলে কর্তৃক্ষের কোন টনক নড়েনি আজও। তাই বাধ্য হয়ে বিচারের দাবীতে রাস্তায় নেমেছি আমরা। সবশেষে এই দুর্নীতিবার ইউপি চেয়ারম্যানের বহিস্কার সহ শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর সুদৃৃষ্টি কামনা করেন তারা।