
নিজস্ব প্রতিবেদক: জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সদরের আড়ুয়াখালীতে একই পরিবারের ৫জনকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে সদর উপজেলার আড়ুয়াখালী গ্রামের আশরাফ আলীর পুত্র নাজমুল হোসেন গংয়ের সাথে একই এলাকার মৃত জালাল গাজীর পুত্র রেজন হোসেন মিলন, মৃত জাহাবাজ গাজীর পুত্র নাশকতা মামলার আসামী জিয়ারুল ইসলাম গংয়ের বিরোধ চলে আসছিল।
এর জের ধরে গত ২৭ মার্চ ২০২১ তারিখে নাশকতা মামলার আসামী জিয়ারুল ইসলামের নেতৃত্বে রেজন হোসেন, মৃত. মোকছেদ গাজীর পুত্র হামিদুল ইসলাম, জালাল গাজীর পুত্র শফিকুল ইসরাম, বনি আমিন গাজীর পুত্র টুটুলসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে নাজমুলদের বাড়িতে প্রবেশ করে। নাজমুল, তার বৃদ্ধ পিতা আশরাফ হোসেন, মাতা জাহানারা, ভাই আজমল হোসেন ও চাচাতো বোন মারপিট শুরু করে। এসময় তারা নাজমুলের মাতা ও বোনের শ্লীলতা হানি ঘটনায়। এছাড়া ঘরের আসবাবপত্র ভাংচুর,লুটপাট করে নগদটাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। সে সময় নাজমুলদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারিরা বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।