
দেবহাটা ব্যুরো: কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক, সখীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মজিদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে সখীপুর আহ্ছানিয়া মিশনের কার্যালয়ে মরহুমের স্মরণে আলোচনা সভা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়। সখীপুর আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, নলতা কেন্দ্রীয় মিশনের কার্যকারী পরিষদের সদস্য ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। এসময় কার্য্যকারী সদস্য ডা. নজরুল ইসলাম, সখীপুর আহ্ছানিয়া মিশনের উপদেষ্টা সরদার আমজাদ হোসেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর পরিচালক ও মরুহুমের পুত্র ইকবাল মাসুদ সহ সকল শাখা মিশনের সভাপতি ও সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ সামসুল হুদা ও আলহাজ্ব হাফেজ হাবিবুর রহমান। সমুগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সখীপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ও সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব ও যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল প্রমুখ। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।