
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি থেকে:
আশাশুনি উপজেলার তিনটি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার স্ব স্ব কলেজে আনন্দঘন পরিবেশে দিবসটি পালন করা হয়।
আশাশুনি সরকারি কলেজ: অনুষ্ঠানের শুরুতে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও দোয়া করা হয়। অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদরে সভাপতিত্বে ও প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক মোঃ হোসেন আলী, ক্যাপ্টেন মোঃ এছাহক আলী, প্রভাষক মাসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রভাষক আক্তারুজ্জামান প্রিন্স, প্রভাষক মোখলেছুর রহমান, প্রভাষক আকরাম হোসেনসহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল: কলেজ চত্বরে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বাবলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা, সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা, শিক্ষক প্রতিনিধি মাহফিজুল ইসলাম, কমিটির সদস্য রফিকুল ইসলাম সানা, নাছির উদ্দীন সানা, হরিচাঁদ মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সকল শিক্ষকমন্ডলী, কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গদাইপুর মৌলভী আব্দুল লতিফ কলেজ: জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগমের সভাপতিত্বে ও প্রভাষক সুপদ সানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রভাষক ইতিরানী, প্রভাষক প্রকাশ বিশ্বাস, প্রভাষক হেদায়েতুল্লাহ, প্রভাষক জয়ন্ত কুমার সরকার, প্রভাষক রবীন্দ্র নাথ বাইন, প্রভাষক বিক্রম মন্ডল, অফিস সহকারীদের মধ্যে বরুন কৃষ্ণ মন্ডল, হাবিবুর রহমান, সবিতা রানী, অনিমা রানী, লিটন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।