
আশাশুনি প্রতিবেদক: আশাশুনির মোহর আলি মোড়ল ক্যান্সার আক্রান্ত হয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসা খরচ যোগাতে না পেরে তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।
মোহর আলি মোড়ল ক্যান্সার আক্রান্ত হওয়ার পর তার যাকিছু সম্বল ছিল সব বিক্রয় করে চিকিৎসা খরচ যুগিয়ে এসেছেন। বর্তমানে তার বসবাসের জন্য এক টুকরো জমি ছাড়া কিছুই নেই। প্রতিদিন তদাকে ঞধন গবমবংঃড়ষ ১৬০, ঈধনরঃধ ৫০০সম মূল্য ১৫০ টাকার প্রয়োজন হয়। তাছাড়া প্রতি মাসে খুলনাতে ডাক্তারের কাছে যাওয়া লাগে। এখন চিকিৎসক আরও কিছু পরীক্ষা দিয়েছেন। সেখানে ১৮/২০ হাজার টাকার প্রয়োজন। তার পক্ষে টেস্ট ও চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। অসহায় মোহরের পরিবার এখন তার জীবন রক্ষা নিয়ে চরম হতাশায় রয়েছেন।
কোন স্বহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে তার স্ত্রী রাবেয়া খাতুনের জনতা ব্যাংক আশাশুনি শাখার সঞ্চয়ী হিঃনং ১৮৩৪৯/৫, ছেলের বিকাশ নং ০১৯৪৯২৪৪৫৭৬ ও ডাচ বাংলা ০১৭১১৩০৯৭৪৩/৮-এ সাহায্য করার অনুরোধ জানানো হয়েছে।