
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি প্রেস ক্লাবের সামনের সড়কে জলবায়ু সপ্তাহ উপলক্ষে ধর্মঘট ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও ধর্মঘটের আয়োজন করা হয়।
একশান এইড, ৩৫০ বাংলাদেশের সহযোগিতায় বৈশি^ক জলবায়ু সপ্তাহ উৎযাপন উপলক্ষে সংগঠনটি ২০১৯ সাল থেকে প্রতি বছর ২০-২৬ তারিখ বৈশি^ক জলবায়ু সপ্তাহ উদযাপন করে আসছে বিশ্বের যুবদের সাথে। প্রতি বছরের মত বুধবার ৩য় দিনের মত সংগঠনটি এই ধর্মঘট ও মানববন্ধন করেছে। আরো পাঁচ দিন একই ভাবে কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে ফাঁসির মঞ্চে প্রতীকি মৃত্যু চেয়ে তারা আন্দোলন করেন। এসময় অংশগ্রহনকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে আমরা প্রতিদিন মৃত্যু বরন করছি। তার থেকে একবারে মৃত্যুবরন করা শ্রেয়। পৃথিবীর সর্বমোট কার্বন উৎপাদনের মধ্যে ০.০৩ শতাংশ কার্বন উৎপাদন করে বাংলাদেশ। কিন্তু প্রতি বছর তার মাশুল গুনতে হয় উপকুলবাসীদেরকে। সাইক্লোন সিডরের পর থেকে প্রতি এক/দুই বছর পরপর এই উপকূলের মানুষ নানা দূর্যোগ দেখছে। এই দূর্যোগে সামাজিক এবং অর্থনৈতিক ভাবে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নারীরা। সেসব অপরাধের জন্য উপক‚লবাসী মোটেও দায়ী না। তারা বিশ^ নেতাদের কাছে দাবী জানান টেকসই বেঁড়ীবাধ, সুপেয় পানি, লবণাক্ততা প্রশমন এবং কর্বন উৎপাদন কমিয়ে আনার। পাশাপশি শতভাগ নবায়নযোগ্য শক্তিতে রুপান্তর এবং সবুজ চুক্তির দরকার। অনুষ্ঠানে সর্বস্তরের নারী পুরুষ অংশ নেন।