
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনিয়া উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামে অন্যের ৩০ বছরের বাস্তভিটা গায়ের জোরে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলের পর প্রতিদিন সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত উঠতি বয়সের ছেলেরা মাদকের ছড়াছড়ি ও রঙ্গলিলায় মেতে উঠেছে। তাদের এমন আচরণে পার্শ্ববর্তী লোকদের অতিষ্ঠ করে তুলেছে। এমনটাই ক্ষতিগ্রস্ত জমির মালিক মোস্তফা সানার অভিযোগ। বিগত কয়েকদিন পূর্বে বহিরাগত ভাড়াটিয়া মাস্তান দিয়ে ফিল্ম স্টাইলে বাস্তভিটা জবর দখল করা হয়েছে। এ ব্যাপারে মোস্তফা সানা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
সরেজমিন ও অভিযোগে জানা গেছে, চেউটিয়া গ্রামের মৃত আবুল কাশেম সানার ছেলে হায়দার সানা ৩০ বছর ঋণের দায়ে বাইরে ছিলেন। এর মধ্যে একই গ্রামের এছাক সানা তার পিতা এবং ভাইদের নিকট থেকে সকল জমি জায়গা লিখে নেয়। গত ৯ জানুয়ারি কাপসন্তান মৌজার বি এস ১৮৮১, ১৮৮২ দাগে মোস্তফা সানার নামীয় ২২ শতক জমির উপর প্রকাশ্য দিবালোকে চাইনিজ কুড়াল, রামদা, বাসের লাঠি সহ অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মোস্তফা সানার বাস্তভিটায় দুই চালা বিশিষ্ট একটি টিনের ঘর নির্মাণ করে। এদিকে আশাশুনি থানা পুলিশের কাছে অভিযোগ দিলেও কর্তব্যরত এসআই কয়েক দফা তল্লাশি করেও জবরদখল রক্ষা করতে পারিনি।
এ ব্যাপারে এস আই আবুল হোসেন জানান, অনেক আগে একটি অভিযোগ হয়েছে অভিযোগের তদন্ত করাকালীন সময় আদালতে একটি ১৪৪ ধারা মামলা হয়েছে। সে মোতাবেক পক্ষদ্বয়দের শান্তি শৃঙ্খলা বজায়ের স্বার্থে নোটিশ প্রদান করা হয়েছে। অভিযুক্ত হায়দার বলেন, আমি দীর্ঘদিন বাইরে থাকায় আমার পিতার অংশের জমি মোস্তফা সানা বর্তমান জরিপে রেকর্ড করেছে। আমি রেকর্ডের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। আমার জমির উপরে আমি ঘর বেধে বসে আছি।