
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনির জামালনগর ক্যাথলীক মিশনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ বড়দিন পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর ক্যাথলিক মিশন মাঠে বড়দিন উদযাপন কমিটির আয়োজনে ও জামালনগর খ্রিষ্টান পাড়ার সার্বিক ব্যবস্থনায় শুভ বড়দিন উদযাপনে ৬ দিন ব্যাপী অনুষ্ঠানের পঞ্চম দিন ক্যাথলিক মিশন মাঠে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। উদযাপন কমিটির সভাপতি মাস্টার লালন সরকারের সভাপতিত্বে ও সাংবাদিক সাহেব আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, পৌল সরকার, এসআই গাজী নুর নবী, বড়দল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন আঙ্গুর, এস আই শেখ সোহেল রানা, ঢাকা ২৮ নম্বর ওয়ার্ড কৃষকলীগের নেতা মাইকেল সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম বড়দল ইউনিয়নের মহিলা ইউপি সদস্য হাফিজা খাতুন তামা, কাদাকাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আসিফ ইকবাল রিপন, কাদাকাটি ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা মনিরুজ্জামান ডালিম, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান সুমন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন, বড়দিন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, বড়দল ইউনিয়ন ইউনিয়ন ভুমিহীন সমিতির সেক্রেটারী সাংবাদিক আবুল হোসেন রাজুসহ জামালনগর বড়দিন উদযাপন কমিটির কর্মকর্তা,সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বড়দিন উদযাপন অনুষ্ঠানে পঞ্চম দিনে তিনি বড়দলের জামালনগর গ্রামের ক্যাথলিক মিশন মাঠে পৌছালে বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও খ্রীষ্টান পাড়ার ব্যক্তিবর্গ আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএমকে বিশেষ সম্বর্ধনা প্রদান করেন। সম্বর্ধনা প্রদান কালে তিনি বলেন ধর্ম যার উৎসব সবার। একই সাথে মিলেমিলে আনন্দ উৎসবে মেতে উঠি শুভ বড়দিন উদযাপনে।