
নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে করোনায় আক্রান্ত হওয়া প্রথম রোগির সন্ধান মিলেছে। সনাক্ত হওয়া রোগীর নাম সঞ্জয় গাইন। সে উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের প্রভাষ গাইনের ছেলে। রবিবার বিকালে সাতক্ষীরা সিভিল র্সাজন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে শনাক্ত হওয়া করোনা রোগিকে দেখতে উপজেলা মেডিকেল টীম কাজ শুরু করেছে। খবর পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের নেতৃত্বে রবিবার সন্ধ্যায় একটি মেডিকেল টীম তাকে দেখতে যান। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা সহ সংশ্লিষ্ট অন্যান্যরা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করছেন।