
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে পাবলিক পরিবহনে ধূমপানমুক্ত সাইন স্থাপন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোট-ঢাকা এবং আশাশুনি ইজিবাইক মালিক সমবায় সমিতির সহযোগিতায় বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান মৌমাছি’র বাস্থবায়নে পাবলিক পরিবহনে ধূমপানমুক্ত সাইন ৭০টি ইজিবাইকে স্থাপন করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী।
এ সময় মৌমাছির সভাপতি মানিক চন্দ্র বাছাড়, আশাশুনি ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি মো: আমিরুল ইসলাম, সহ সভাপতি মো: মইউর ইসলাম, সাধারণ সম্পাদক সুদেব চন্দ্র মন্ডল, জাহাঙ্গীর আলম, গ্রীণ টার্চ নির্বাহী পরিচালক পলাশ স্বর্ণকার প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,পরোক্ষ ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিরুৎসাহিত এবং ধূমপানমুক্ত স্থান নিশ্চিতকরণের জন্য আইনে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানমুক্ত সাইন স্থাপন ও নোটিশ বাধ্যতামূলক করা হয়েছে।