
আশাশুনি ব্যুরোঃ আশাশুনিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯.৩০ টায় বিভাগীয় এতিম ও প্রতিবন্ধি ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জুম মিটিং সরাসরি সম্প্রচার করা হয়। এরপর স্থানীয় অনুষ্ঠান পরিচালনা করা হয়। শুরুতে শপথ বাক্য পাঠ করান হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, ইউএনও কৃষ্ণা রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগীয় এতিম ও প্রতিবন্ধি ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক সায়েদুল হক মৃধা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, ২৪ এর আহত যোদ্ধা রফিকুজ্জামান, যোদ্ধা মুনতাছির মামুন প্রমুখ। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে ও ঢাকায় যুদ্ধ ট্রেনিং বিমান দুর্ঘটনায় শহীদ ও আহতদের স্মরণে ১ মিঃ নিরবতা পালন ও বিশষ মোনাজাত করা হয়।