
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে কোয়েল পাখি পালন বিষয়ক ৬দিন ব্যাপী প্রশিক্ষণের শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
কোয়ালপাখি পালন প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক যুবতিদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক দেবু বিশ্বাস। অনুষ্ঠানে ৩০ জন যুবক-যুবতিকে ২৩ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।